রূপসায় তরুণের লাশ, চার বন্ধু আটক

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় রূপসা নদী থেকে রাসেল হাওলাদার (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে লবণচরা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রাসেল নগরীর চাঁনমারী বাজার এলাকার বাসিন্দা আবদুস সালাম হাওলাদারের ছেলে। এ ঘটনায় পুলিশ তুহিন, শান্ত, ডলারসহ নিহতের চার বন্ধুকে আটক করেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন জানান, গত শুক্রবার চানরাত থেকে রাসেল নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে রাসেলকে হত্যা করা হয়েছে। তাঁর চার বন্ধুকে আটক করা হয়েছে।