খুলনায় দুই বাড়িতে ডাকাতি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) কর্নেল (অব.) জালাল উদ্দিন ও প্রবাসী আসিফ ইকবালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডাকাতরা গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কর্নেল (অব.) জালাল উদ্দিন জানান, ডাকাতরা তাঁর ফ্লাট থেকে ল্যাপটপ, আইফোন ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এ ঘটনার মাত্র একদিন আগে আসিফ ইকবাল সপরিবারে দেশে ঈদ করতে এসেছিলেন। তাঁর ফ্ল্যাট থেকে ডাকাতরা তিনটি আইফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।