আজও খাবার ঢুকতে না দেওয়ার অভিযোগ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ে যাওয়া খাবার পুলিশ আজও ভেতরে নিতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির নেতা-কর্মীরা জানান, আজ শনিবার বেলা ১২টার দিকে তেহারির প্যাকেট ও পানির বোতল নিয়ে একটি সিএনজি অটোরিকশা সেখানে যায়। পুলিশ সেটিকে ফিরিয়ে দেয়।
তবে এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে বলেন, তাঁদের জন্য আনা দুপুরের খাবার আনা সিএনজি অটোরিকশাটি কার্যালয়ের মূল ফটকের কাছে আসতেই বাধা দেয় পুলিশ। গত বুধবার রাত থেকেই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আনা খাবার ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে, সেদিন রাত থেকে আজ দুপুর পর্যন্ত শুকনো খাবার, চিঁড়া-মুড়ি, দোয়া মাহফিলের তবারক খেয়ে দিন কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারের নির্দেশেই পুলিশ এসব করছে অভিযোগ করে শায়রুল কবীর বলেন, ‘এই হীনমন্যতা, কুরাজনীতি আর নোংরামি থেকে সরকার বেরিয়ে না এলে এ জন্য তাদের চরম মূল্য দিতে হবে। কোনো একটি বাড়িতে কেউ মারা গেলে বা কারো মরদেহ নিয়ে আসা হলে সে বাড়িতে ৪০ তিন পর্যন্ত ধর্মীয় ভাবগম্ভীরপূর্ণ পরিবেশ থাকে। অথচ আরাফাত রহমান কোকোর মরদেহ এ বাড়িতে আনা হলেও সরকার ধর্মীয় মূল্যবোধের বিষয়টিও দেখছে না।’