‘সৌম্যর আলোতেই আলোকিত হলাম’

যাঁর কীর্তিতে আলোকিত বাংলাদেশ, সেই সৌম্য সরকারের বাড়িই এত দিন ছিল অন্ধকারে। তবে ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তাঁর প্রতিশ্রুতি মতো, বিদ্যুৎ গেছে সৌম্যর এলাকা সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের মহিষাডাঙ্গাসহ তিনটি গ্রামে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বদলি হয়ে সাতক্ষীরায় শিক্ষা অফিসার হিসেবে যোগ দিলেন তাঁর বাবা কিশোরী মোহন সরকার।
স্বাধীনতার পর ৪৩ বছরেও বিদ্যুৎ যায়নি মহিষাডাঙ্গা, গাবতলা ও বাঁশতলা গ্রামে। কিন্তু গতকাল মঙ্গলবার এসব এলাকার সহস্রাধিক পরিবারের প্রত্যাশা পূরণ হলো। স্থানীয় গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন আ ফ ম রুহুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল আহসান, সাবেক সংসদ সদস্য ডা. মোকলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, সৌম্যর বাবা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস প্রমুখ।
বিদ্যুৎ পেয়ে আনন্দে আত্মহারা তিন গ্রামের মানুষ। সৌম্যর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তৃপ্তি মোহন সরকার বলেন, ‘সৌম্যের আলোতেই আমরা আলোকিত হলাম।’
এ বিষয়ে সৌম্যের চাচা স্কুলশিক্ষক মৃণাল কান্তি সরকার বলেন, ‘গ্রামে পেলাম সৌম্যর মতো দেদীপ্যমান নক্ষত্র। আর সে সঙ্গে ৪৩ বছর পর পেলাম বিদ্যুতের আলো।’
বাবা হিসেবে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার বললেন, ‘গ্রামে বিদ্যুৎ আসায় ভালো লাগছে।’
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরায় জেলা শিক্ষা অফিসার পদে যোগদান করলেন সৌম্যের বাবা, একসময়ের কৃতী ফুটবলার ও কবি কিশোরী মোহন সরকার। গতকাল সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পদোন্নতি ও বদলি-সংক্রান্ত নির্দেশ পান তিনি। এর পরই নড়াইলের কর্মস্থল থেকে ফিরে গিয়ে সাতক্ষীরায় যোগ দেন কিশোরী।
বদলি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সৌম্যর বাবা বলেন, ‘আর মাত্র কিছুদিন চাকরি আছে। আমি নিজ জেলায় বাকি সময়টুকু কাটাতে চাই। প্রধানমন্ত্রী আমার সে প্রত্যাশাই পূরণ করেছেন।’
এর আগে কিশোরী মোহন সাতক্ষীরায় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করেন। সেখান থেকে পরে চুয়াডাঙ্গা ও নড়াইলে বদলি হন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দুই নায়ক সাতক্ষীরার সন্তান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। সিরিজ শেষে সাতক্ষীরা জনসমিতির পক্ষ থেকে ঢাকায় এ দুই ক্রিকেটারকে গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রুহুল হক সৌম্যর গ্রামের বাড়িতে ১৫ দিনের মধ্যেই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।