নীলফামারীতে জাল টাকাসহ আটক ২

নীলফামারীতে জাল টাকাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট বাজার থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার টাকার চারটি জাল নোট পাওয়া যায়।
আটকরা হলেন—জেলার জলঢাকা উপজেলার খালিশা খুটামারা গ্রামের দেলোয়ার হোসেন (৩৬) ও একই গ্রামের রুবেল হোসেন (২৪)।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক (এএসআই) মাহবুবার রহমান বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা করেছেন। গতকাল আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।