খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলহাজতে

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনার জামিন বাতিল করে জেলহাজতে পাঠিয়েছেন মুখ্য বিচারিক হাকিম মেজবাউল হক। উচ্চ আদালতে চার মামলায় আগাম জামিন শেষে আজ মঙ্গলবার সকালে শফিকুল আলম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মুখ্য বিচারিক হাকিমের আদালত এই নির্দেশ দেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিকুল আলম মনার আইনজীবী মাসুদ হোসেন রনি জানান, ৫ জানুয়ারির পর চলমান আন্দোলনে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতা শফিকুল ইসলাম মনার নামে খুলনার রূপসা, ফুলতলা ও তেরখাদা থানায় চারটি মামলা করা হয়। এই মামলায় উচ্চ আদালতে আগাম জামিন শেষে আজ সকালে শফিকুল আলম মনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন বাতিল করে শফিকুল আলম মনাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।