ব্লগার দম্পতিকে কুপিয়ে জখম, লুটপাট

খুলনায় এক ব্লগার দম্পতিকে কুপিয়ে তাঁদের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরের আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দুই ব্লগার ফরহাদ হোসেন (৪৭) ও তাঁর স্ত্রী ফারজানা ইয়াসমিন লাকীকে (৩২) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলিয়াস জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে তেলিগাতি এলাকার বাড়ির জানালার গ্রিল ভেঙে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্লগার ফরহাদের ঘরে ঢুকে। তারা ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা ফরহাদ ও তাঁর স্ত্রীর বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর দুর্বৃত্তরা তাঁদের ঘর থেকে ৬০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও ফরহাদের ব্যবহৃত একটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
ব্লগার ফরহাদ ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তিনি দুই দিন আগে ঢাকা থেকে খুলনায় যান বলেও জানান ওসি।
এ ঘটনায় লাকীর ভাই হাবিবুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আড়ংঘাটা থানায় একটি মামলা করেছেন।