নীলফামারীতে ইয়াবাসহ যুবক আটক

নীলফামারীতে ৭৭টি ইয়াবাসহ এক যুবককে আটক করার দাবি করেছে র্যাব-১৩। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে তাঁকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইসতিহাদ আলী ওরফে বিদ্যুৎ (২৭)। তাঁর বাড়ি শহরের শান্তিনগর মহল্লায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বিদ্যুৎকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।