দুর্গাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্গাপুর ইউনিয়নের বগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ বলেন, ‘বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় দেশের জনগণ ও ইসলামী মূল্যবোধের জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এক সাথে থেকে কাজ করতে হবে।’ এ জন্য তিনি সবাইকে বিভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ওই সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাদেকুর রহমান, আজিজুর রহমান জজ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজি মো. শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো.খলিলুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ।
সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামকে সভাপতি, মো.কাইয়ুমকে জ্যেষ্ঠ সহসভাপতি, আবুল খায়েরকে সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন রুমিকে যুগ্ম সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়নের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমেদ।