বয়লার বিস্ফোরণে নিহত ১০ জনের পরিচয় মিলেছে

গাজীপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার চারটি লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে।
কাশিমপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার একটি চারতলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও যন্ত্রপাতি উড়ে যায় এবং দুমড়েমুচড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়ার কথা জানিয়েছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোরশেদ।
তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্তা গ্রামের বাসিন্দা কারখানার সহকারী প্রকৌশলী মজিবুর রহমান (৩৭), বগুড়ার সোনাতলা উপজেলার নামাজখালী হরিমালী গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান (২৩), চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর দারোগারহাট গ্রামের বাসিন্দা কারখানার বয়লার ইনচার্জ আবদুস সালাম (৫৫), চাঁদপুর সদরের মদনা বাছুরপুর গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে গিয়াস উদ্দিন (৩০), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরকাছনন্দ বরাট বাজারের বাসিন্দা বিপ্লব চন্দ্র শীল (৩৮), চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া বঙ্গনূর জোড়ালগঞ্জ এলাকার বাসিন্দা মনসুরুল হক (৩০), মাগুরার হরিশপুর উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা ফায়ারম্যান আল আমিন (৩০), চট্টগ্রামের মোড়লগঞ্জ উপজেলার ইছাখালী মাতবরহাট এলাকার বাসিন্দা আরশাদ হোসেন চৌধুরী (৩৬), নওগাঁ জেলার চকরামপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মরিয়া গ্রামের বাসিন্দা সোলেমান মিয়া (৩০)।
এঁদের মধ্যে নয়জনের লাশ মঙ্গলবার বিকেলের মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হস্তান্তর করেছে জেলা প্রশাসন। নিহত সোলেমান মিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা তিনজনের পরিচয় সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
ওই ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত রোকন (২৫) ও কামরুল ইসলাম (৩২) নামে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা গাজীপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন।
মাল্টিফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় রাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার ফটকে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এ ছাড়া একই ঘটনায় ওই এলাকার মণ্ডল গ্রুপের মনটেক্স, কটন ক্লাব বিডি লিমিটেড, কটন ক্লাউড বিডি লিমিটেড, আলিম নিট বিডি লিমিটেড, মাস্কো গ্রুপের তাসনিয়া ফেব্রিকসসহ একাধিক কারখানায় আজ মঙ্গলবার ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।