খুলনায় আলীম জুট মিলের শ্রমিকদের লাঠি মিছিল

খুলনায় আলীম জুট মিলের শ্রমিকরা লাঠি মিছিল করেছে। মিলটি ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে তারা এ লাঠি মিছিল করে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় লাঠি মিছিলটি আলীম জুট মিলের গেট থেকে শুরু করে খুলনা যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে আলীম গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদ।
বক্তব্য দেন আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আব্দুর হামিদ, সাইফুল ইসলাম লিটু প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলিসহ প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করে। এর সঙ্গে ওই এলাকার নানা পেশার হাজার হাজার মানুষ জড়িত। যদি মিলটি ব্যক্তি মালিকানায় হন্তান্তর করা হয় তাহলে শ্রমিক-কর্মচারীসহ নানা পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে সীমাহীন কষ্টের শিকার হবে।