শিরোমনীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

ফাইল ছবি
খুলনার শিরোমনী এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। এ দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন করেছেন দলটির নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার নগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহবুব উল আলম সোহাগ, তসলিম আহমেদ আশা প্রমুখ।