জামায়াতকর্মী সন্দেহে পাঁচ নারী আটক

খুলনার পাইকগাছা থেকে জামায়াতে ইসলামীর কর্মী সন্দেহে মা-মেয়েসহ পাঁচ নারীকে আটক করা হয়েছে। গোপন বৈঠক করার সময় পাইকগাছার গোপালপুর থেকে এই পাঁচজনকে আটক করা হয় বলে দাবি করেছে পাইকগাছা থানা পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত করতে জামায়াতের কিছু নারীকর্মী সংগঠিত হয়ে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছেন- এমন খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে আজ সোমবার সকালে গদাইপুর ইউনিয়নের গোপালপুরে অভিযান চালিয়ে পাঁচ নারীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান আশরাফ হোসেন।
অবশ্য আটক নারীরা সাংবাদিকদের জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ধর্মীয় আলোচনা করছিলেন তাঁরা। সেখান থেকেই পুলিশ তাঁদের আটক করে নিয়ে আসে।