ইসলামী ছাত্রী সংস্থার আহ্বায়ককে আটকের দাবি

আটক তাহিরা আক্তার। ছবি : এনটিভি
পঞ্চগড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বোদা উপজেলা শাখার আহ্বায়ক তাহিরা আক্তারকে (২০) আটকের কথা জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বোদা বাসস্ট্যান্ডসংলগ্ন স্টুডেন্ট কর্নার নামে একটি ফটোকপির দোকান থেকে তাহিরাকে আটক করে পুলিশ। তাঁর বাড়ি জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার গ্রামে।
পুলিশ জানায়, আটোয়ারী উপজেলার সাতখামার ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথমবর্ষের ছাত্রী তাহিরা দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিকভাবে সদস্য সংগ্রহ করছেন। বোদা বাসস্ট্যান্ডসংলগ্ন একটি দোকান থেকে ইসলামী দাওয়াত, সাংগঠনিকসহ বিভিন্ন বই-পুস্তকসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, তাহিরার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।