সাভার ও ধামরাইয়ে এনটিভির যুগপূর্তি উদযাপন

উৎসবমুখর পরিবেশে ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়ায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির একযুগ পূর্তি পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবির, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান রিতা, গণফোরাম নেতা ও সাবেক সংসদ সদস্য জামাল উদ্দিন, ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।
এদিকে যুগপূর্তি উপলক্ষে আশুলিয়ার কলমা এলাকায় শোভাযাত্রা বের করে নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। পরে সেখানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের অধ্যক্ষ অনিক আহমেদ ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক মোশারফ খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেক, কলমা ওয়াজ আলী মডেল স্কুলের অধ্যক্ষ সেলিম আহমেদ ও আরটিভির ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবির। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বই ও গাছের চারা বিতরণ করা হয়।