খুলনায় পরিত্যক্ত টয়লেটে যুবকের লাশ

খুলনায় একটি রাইস মিলের টয়লেট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদহে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে নগরীর লবণচোর থানার বান্ধা এলাকার কাজী সুবাহান অটো রাইস মিলের পরিত্যক্ত ওই টয়লেট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, আজ সকালে পরিত্যক্ত এই টয়লেট থেকে গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ৩০-৩২ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএমপি মুখপাত্র শেখ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মৃত যুবকের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে। কারণ কয়েকদিন আগে ওই যুবকের মৃত্যু হওয়ায় এরই মধ্যে লাশে পচন ধরে বিকৃত হয়ে গেছে। এলাকাবাসীর কেউই লাশটিকে শনাক্ত করতে পারেনি।
মৃত ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট এবং কালো রঙের টি-শার্ট ছিল বলেও জানান কেএমপি মুখপাত্র। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।