গাজীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে এক নারী নিহত ও দুজন আহত হয়েছে।
নিহত নারীর নাম আজিরন বেগম (৫০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহত আজিরনের ছেলে পিকআপ চালক আজিম উদ্দিন ও নাতি এলিমা আক্তার (৩) আহত হয়েছে। আহতদের টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিন জানান, কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই দেড়চালা এলাকার পিকআপচালক আজিম উদ্দিন তাঁর মা ও বোনের মেয়ে এলিমাকে নিয়ে আজ বুধবার সকালে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার মেদীআশুলাই বাজারে যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় মেদীআশুলাই-দেড়চালা আঞ্চলিক সড়কে পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তাঁরা তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক আজিরন বেগমকে মৃত ঘোষণা করেন।