রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর শাহ মখদুম থানাধীন বায়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন রাজশাহীর দুর্গাপুর উপজেলার রসুলপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন রসুলপুর গ্রামের মুক্তার হোসেন (২৮), শাহবুদ্দিন শেখ (২৭) ও মিস্টার (৩০)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, আজ বেলা পৌনে ১১টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা রাজশাহী থেকে মোহনপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি খালি ট্রাক্টর আসছিল। বায়া বাজারের কাছে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক্টরটি নিয়ে চালক পালিয়ে গেছে।