ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
নিহত ব্যক্তির নাম বজলু মিয়া (৬০)। তিনি সরাইল উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার জিল্লুর রহমান, জাহিদুল ইসলাম (১২), সরাইলের মজলিশপুর এলাকার শাহেদ আলী (৩৮), অলি মিয়া (৪৫), মানিক (১৮) ও জয়নাল মিয়া (২৮)। এঁদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিশ্বরোড হাইওয়ে পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল ১০টার দিকে সরাইলের মালিহাতা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হন সাতজন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে বজলু মিয়ার মৃত্যু হয়।