টাকা ছাড়া মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে তদন্ত

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে টাকা ছাড়া মামলা না করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গতকাল সোমবার দিনভর সরেজমিনে তদন্ত করে।
উপজেলার গদা গ্রামের মৃত আজগার আলীর ছেলে ইদ্রিস আলী ওসির বিরুদ্ধে টাকা ছাড়া মামলা না করার এ অভিযোগ করেন। পরে জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান তাৎক্ষণিকভাবে নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক সহিদার রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সহিদার রহমান সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে। তবে তদন্তে কী পাওয়া গেছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন এ তদন্ত কর্মকর্তা।
এ ব্যাপারে ওসি মোস্তাফিজার রহমান সাংবাদিকদের বলেন, বাদী ইদ্রিস আলী তাঁর বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, বাদী ইদ্রিস আলীর সাথে একই গ্রামের গোলজার আলীর ছেলে আব্দুল হালিমের গত ১৭ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ইদ্রিস আলী গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে দশ দিন চিকিৎসা নেন।
সুস্থ হয়ে ইদ্রিস আলী গত ২৮ এপ্রিল আব্দুল হালিমসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করার জন্য একটি লিখিত এজাহার দাখিল করেন। কিন্তু থানার ওসি মোস্তাফিজার রহমান মামলাটি রুজু করার আশ্বাস দিয়ে সময় অতিবাহিত করতে থাকেন।
মামলা রজুতে বিলম্ব কেন হচ্ছে- বাদী জানতে চাইলে ওসি মামলা করার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। বাদী ইদ্রিস আলী গত ২৭ মে নীলফামারী পুলিশ সুপারের কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন করেন। অভিযোগটি পুলিশ সুপার কার্যালয়ে দীর্ঘদিন পড়ে ছিল।
সম্প্রতি নীলফামারীতে নতুন পুলিশ সুপার জাকির হোসেন খান যোগদান করলে বাদী ইদ্রিস আলী তাঁর সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন। পুলিশ সুপার জাকির হোসেন খান তাৎক্ষণিকভাবে পরিদর্শক সহিদার রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।