নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ইসলাম উদ্দিন (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান জহুরুল হক দীপু জানান, ইসলাম উদ্দিন মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের আমন চারাক্ষেতে পানি দিতে বিদ্যুৎচালিত সেচপাম্পের সুইচে চাপ দেন। এ সময় সেখানে আগে থেকে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে সেচপাম্পের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।