পিরোজপুরে কলেজশিক্ষককে কুপিয়ে জখম

অজ্ঞাত যুবকের ধারালো অস্ত্রের আঘাতে আহত কলেজশিক্ষক সদানন্দ গাইনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
পিরোজপুরে সরকারি কলেজের এক শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৬টার দিকে শহরের বাইপাস সড়কে নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম সদানন্দ গাইন। তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এই শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, প্রতিদিনের মতো সদানন্দ আজ সকালে হাঁটতে বের হন। শহরের বাইপাস সড়ক থেকে হেঁটে আসার সময় নতুন জেলখানার সামনে এক যুবক পেছন থেকে এসে ধারালো দা দিয়ে তাঁর মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।