নীলফামারীতে চার মণ পঁচা মিষ্টি ধ্বংস

নীলফামারী শহরের বড়বাজারের নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের চার মণ পচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি ধ্বংস করা হয়। আজ সোমবার দুপুরে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হুসাইন ওই অভিযান চালান।
র্যাব কর্মকর্তা আকরামুল হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজারের নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে চার মণ পচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে খবর দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান ওই দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সব মিষ্টি ধ্বংস করেন।