পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে জাতীয় গ্রিডের সাব-স্টেশন স্থাপনসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
পিরোজপুরে জাতীয় গ্রিডের সাব-স্টেশন স্থাপনসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক সপ্তাহ ধরে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। দিনে ১৫ থেকে ২০ বার পর্যন্ত লোডশেডিং হয়। এতে সাধারণ মানুষের জনজীবনে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে।
রোজা শুরু হওয়ার আগেই দ্রুত পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান বক্তারা। দ্রুত এ সমস্যার সমাধান না করা হলে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।