ছাতকে মেয়রের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরীর সরকারি গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। আজ রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রেখে এর প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
ধর্মঘটের সময় পৌর শহরের মাছবাজার, কাঁচাবাজার, হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসিসহ শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
দুপুর ১২টায় ছাতক তাহির প্লাজার সামনে ব্যবসায়ী হাজি মখলিচুর রহমানের সভাপতিত্বে ব্যবসায়ীরা সভা করেন। এক সভায় হামলাকারীদের গ্রেপ্তার ও ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর অপসারণের দাবি জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
ছাতক থানার ওসি হারুনুর রশীদ জানান, ছাতক পৌরসভার মেয়রের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ছাতক পৌর শহরের ব্যবসায়ীরা অর্ দিবস ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।
গত ২১ জুন আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের লোকজন মেয়র আবুল কালাম চৌধুরীর সরকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।