অভিযোগপত্রে শিশু-মৃত ব্যক্তি, এসআই বরখাস্ত, দুজন প্রত্যাহার

রাজধানীর মিরপুর মডেল থানার একটি মামলায় ১১ মাসের শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শককে (এসআই) সাময়িক বহিষ্কার করেছে পুলিশ। একইসঙ্গে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার পুলিশ সদর দপ্তরের পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুরি ও মারামারির অভিযোগে করা একটি মামলায় এ অভিযোগপত্র দিয়েছিল তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে শিশু ও মৃত ব্যক্তিকে আসামি দেখানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া এসআই হলেন মারুফুল ইসলাম। একই ঘটনায় মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপিলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে।
তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
এ বিষয়ে এআইজি সহেলী ফেরদৌস জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) এবং অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) সতর্ক করা হয়েছে। তাঁদের পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে নিবিড়ভাবে মামলা তদারকির নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।