আ. লীগের দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে একই সময়ে কর্মসূচি আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ শুক্রবার উপজেলার জাউয়া বাজারে মানববন্ধন ও সমাবেশের ডাক দেয় বিবদমান দুটি পক্ষ।
এ কারণে উপজেলা প্রশাসন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাউয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়। ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এবং ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী উভয়েই এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ছাতকের সরকারদলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ছাতক পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরীর পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে আজ সকালে জাউয়া বাজারে আওয়ামী লীগ নেতা পৌর মেয়র কালাম চৌধুরীর পক্ষের লোকজন মেয়রের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।
অপরদিকে একই সময়ে একই স্থানে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষের সমর্থকরাও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশের ডাক দেয়।