নীলফামারীতে ট্রাকচাপায় যুবক নিহত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সৈয়দপুর-নীলফামারী সড়কের ধলাগাছ স্থানে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার রাতে বাইপাস সড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশ থানায় আনা হয়েছে।