নাশকতার দুই মামলায় রাজশাহী বিএনপি নেতার জামিন

নিম্ন আদালতে হাজির হয়ে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা নাশকতার দুটি মামলায় জামিন পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান শফিকুলের জামিনের আবেদন মঞ্জুর করেন। বোয়ালিয়া মডেল থানায় গত ২০ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারি মামলা দুটি দায়ের করা হয়।
বিএনপি নেতা শফিকুল হক মিলনের আইনজীবী আলী আশরাফ মাসুম এনটিভি অনলাইনকে বলেন, ‘৫ জানুয়ারির পর রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।
জামিনের মেয়াদ শেষে আজ দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে দুটি মামলায় জামিনের আবেদন জানান মিলন। শুনানি শেষে বিচারক মিজানুর রহমান তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে জানান আইনজীবী।