বজ্রপাতে তিন কয়লা শ্রমিক নিহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীতে কাজ করার সময় তিন কয়লাশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা উত্তর বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের আবুল মিয়ার ছেলে জামাল উদ্দিন (৩৫), আব্দুল কাদেরের ছেলে আল-আমীন (১৪) ও হাসিম উদ্দিনের ছেলে রাজ্জাক মিয়া (৪১)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাদুকাটা নদীতে স্রোতের সঙ্গে আসা কয়লা সংগ্রহের কাজ করার সময় বজ্রপাত হলে তিন শ্রমিক মারা যান। এ সময় আহত তিনজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।