টাঙ্গাইলে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের ডাকে হরতাল চলছে

টাঙ্গাইলে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে এ হরতালের ডাক দেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
হরতালে শহরের বেশির ভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সকাল থেকে শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকালের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়।
মুস্তাফিজুর রহমান সোহেল জানান, নতুন ঘোষিত কমিটিকে তাঁরা মানেন না। অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি। সে সঙ্গে এ কমিটিকে প্রত্যাখ্যানেরও ঘোষণা দেন তিনি।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের পুরোনো কমিটি বিলুপ্ত করে ইসতিয়াক আহম্মেদ রাজীবকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় কেন্দ্র থেকে। গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণার খবর পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। সেই মিছিল থেকেই আজকের এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।