চান্দিনায় আগুনে পুড়ে গেছে ৯টি দোকান
কুমিল্লার চান্দিনার মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকশী জানান, একটি সুতার দোকানে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে দুটি সুতার দোকান, সাতটি মুদির দোকানসহ মোট নয়টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক স্বপন দেবনাথ জানান, তাঁর দুটি সুতার দোকানের প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য সাতটি দোকানসহ মোট ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতেই চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকশী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী এবং চান্দিনা বণিক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।