বাঁধ ভেঙে তলিয়ে গেল শনির হাওরের ফসল
বাঁধ ভেঙে সুনামগঞ্জের শনির হাওরে পানি ঢুকে প্রায় ১৩ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে। আজ রোববার সকালে বাঁধ ভেঙে শনির হাওরে পানি প্রবেশ করে।
এর আগে জেলার সব ছোট-বড় হাওরে পানি ঢুকে প্রায় ৯০ ভাগ ফসল তলিয়ে গেলেও স্থানীয় কৃষক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামত করায় বাঁধটি এত দিন টিকে ছিল। আজ বাঁধটি ভেঙে যাওয়ায় জেলার প্রায় ৯৫ ভাগ বোরো ফসল তলিয়ে গেছে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় কৃষকদের নিয়ে প্রশাসনের সহায়তায় বাঁধটি টিকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ বাঁধটিও রক্ষা করা সম্ভব হয়ে উঠল না।
গত কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শনির হাওরে পানি ঢোকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এতে সাড়ে নয় হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে। কিন্তু স্থানীয় লোকজন জানান, পানি ঢুকে হাওরের প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরু বলেন, স্থানীয় কৃষকদের নিয়ে রাত-দিন হাওরে কাজ করেও শনির হাওরটি রক্ষা করা সম্ভব হয়নি। সকালে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরের প্রায় ১৩ হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমি শুক্রবার সারা দিন উপজেলা প্রশাসন নিয়ে ওই হাওরে কাটিয়েছি। অতিরিক্ত বস্তা দিয়েছি। কিন্তু শেষ রক্ষা হলো না।’