মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু শিগগিরই : মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ এক সংবাদ সম্মেলনে জানান, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। ছবি : এনটিভি
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুজিবনগর দিবস উপলক্ষে আজ শনিবার সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা এখন থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ঘটনাকে মাথায় রেখে রাজধানীর শিশুপার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানকে নতুনভাবে সংস্কার করা হবে।
মোজাম্মেল হক বলেন, এবারের মুজিবনগর দিবস গুরুত্বের সঙ্গে দেশব্যাপী পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে মুজিবনগর দিবস পালনের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলায় আলোচনা সভাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালন করা হবে।