টিনবোঝাই ট্রাক খাদে, নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলায় ঢেউটিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের কাপড় ব্যবসায়ী শাহজাহান মিয়া (৫৫)।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এলাকাবাসীর বরাত দিয়ে জানান, টিনবোঝাই একটি ট্রাক ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। মির্জাপুরের আছিমতলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ওসি আরো বলেন, এ সময় ট্রাকে থাকা চার ব্যক্তি টিনের নিচে চাপা পড়েন। পরে এলাকাবাসী হতাহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ কুমুদিনী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।