পুকুরে ডুবে তিন ভাইয়ের মৃত্যু

কলাগাছের ভেলা বানিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে খেলছিল শিশু তিন ভাই। ওই খেলাই কেড়ে নিয়েছে তাদের জীবন। পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে তাদের।
আজ সোমবার বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশগড় গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দশঘর গ্রামের দিনমজুর আজহার আলীর তিন ছেলে আমিন মিয়া (১০), সুমন মিয়া (৮) ও আল আমিন (৬) বিকেলে কলাগাছের ভেলা বানিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে খেলছিল। বিকেল ৫টার দিকে ওই গ্রামের এক ব্যক্তি পুকুরে তিন ভাইয়ের লাশ ভাসতে দেখেন।
আজহার আলী জানান, সকালে তিনি তাঁর চার ছেলে-মেয়েকে নিয়ে পাশের সাহিদাবাদ গ্রামের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে খাওয়া-দাওয়া করে দুপুরে আবার বাড়িতে আসেন। এরপর ছেলেরা ঘর থেকে খেলতে বের হয়। বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন। ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন, এভাবে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।