অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর চাঁদপুর গ্রামে আজ শনিবার সকালে আম কুড়াতে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে মিলন রানী (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর পাঁচটি মেয়ে রয়েছে।
নিহত মিলন রানীর স্বামী সুভাষ সাহা জানান, শুক্রবার রাতে বয়ে যাওয়া ঝড়ের কারণে নিজ বাড়ি ও আশপাশের এলাকায় প্রচুর আম গাছ থেকে ঝড়ে পড়ে। তাঁর স্ত্রী সকালে ঘুম থেকে উঠে আম কুড়াতে যান। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মিলন রানী মারা যান।
মিলন রানীর মৃত্যুতে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মেয়েদের কান্নায় এলাকার আকাশ ভারী হয়ে উঠেছে।