সুনামগঞ্জ ২ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ

জাতীয় সংসদের সুনামগঞ্জ ২(দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে জাসদ (আম্বিয়া) মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র।
আজ রোববার জেলা নির্বাচন কার্যালয়ে সব প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা এস এম এজহারুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
যাচাই-বাচাই শেষে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়া সেন গুপ্তা, স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ জাহির আলী, জাসদ(ইনু) সমর্থিত প্রার্থী মো. আমিনুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
নির্বাচন কর্মকর্তারা জানান, জাসদ(আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন চৌধুরী শুভর দল নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শুন্য হয়। আগামী ৩০ মার্চ ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।