সুনামগঞ্জ ফুটবলে ভরারগাঁও দাদাভাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সুনামগঞ্জে ব্যারিস্টার ইমন ফুটবল কাপে চ্যাম্পিয়ন হয়েছে দিরাই উপজেলার ভরারগাঁও দাদাভাই স্পোর্টিং ক্লাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইব্রেকারে দক্ষিণ সুনামগঞ্জের সানরাইজ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে দাদাভাই স্পোর্টিং ক্লাব।
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের নির্ধারিত সময়ে উভয় দলের খেলা ২-২ গোলে শেষ হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, খেলার সার্বিক তত্ত্বাবধায়ক সুমন দে প্রমুখ।
টুর্নামেন্টে জেলার মোট ৩৬টি দল অংশ নেয়। এতে বিদেশি খেলোয়াড়রাও ফাইনাল খেলায় অংশ নেন।