সুনামগঞ্জে টানা বর্ষণ, পাহাড়ি ঢলে প্লাবিত ৫০ গ্রাম

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর ও অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে সহস্রাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছেন। সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদরের কাজীর পয়েন্ট, তেঘরিয়া, ষোলঘর, নতুনপাড়া এলাকায় পানি ঢুকে পড়েছে। এসব এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর রাবারড্যাম বেড়িবাঁধ ভেঙে বোগলাবাজার, লক্ষ্মীপুর, দোয়ারাবাজার সদর ইউনিয়নসহ সুরমা ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে সহস্রাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছেন। এই বেড়িবাঁধ গতবারই ভেঙে গিয়েছিল। কমিটি-সংক্রান্ত জটিলতার কারণে এর সংস্কার করা যায়নি। ফলে পাহাড়ি ঢলের প্রথম ধাক্কায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে এ অঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে দোয়ারাবাজারের সঙ্গে অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়া পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ওই উপজেলার মহব্বতপুর, টিলাগাঁও, রাজনগর, কাওয়াঘর, মামুনপুর, শিমুলতলা, গিরীশনগর, বরকতনগর, খাগোরা, পেটিরবন্দ, বক্তারপুরসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অনেক জায়গায় হাঁটুপানি থাকায় মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।