দক্ষিণাঞ্চলে মোটর লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নৌরুটে মোটর লঞ্চ (এমএল টাইপ, ৬৫ ফুট দৈর্ঘ্যের কম) চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক থাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।
বরিশাল বন্দরের কর্মকর্তা আকতারুজ্জামান জানান, ২ নম্বর সতর্ক সংকেতে ৬৫ ফুটের চেয়ে কম দৈর্ঘ্যের ল চলাচলে ঝুঁকি থাকে। এ কারণে বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।