সচিব পদে চারজনকে পদোন্নতি

সচিব পদে চারজনকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া সচিব পদমর্যাদার চার কর্মকর্তা হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. শাহজাহান আলী মোল্লা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।