বাবার কবরের পাশে শায়িত শেখ রাজ্জাক আলী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর লাশ পাইকগাছার হিতামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে আজ দুপুরে খুলনা সার্কিট হাউস ময়দানে তাঁর প্রথম জানাজা হয়। সেখানে তাঁর মরদেহ আনার পরে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বেগম মুন্নুজান সুফিয়ানও সাবেক এই স্পিকারের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
আব্দুর রাজ্জাকের প্রথম জানাজায় অংশ নেন সাবেক মন্ত্রী মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, প্রবীণ রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, নলতার পীর সাহেব আলহাজ আনসার উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম এম কামাল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক মেয়র সিরাজুল ইসলাম, ন্যাপ নেতা গাজী শহিদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আজ সকালে সাবেক স্পিকারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে খুলনা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আনা হয়। এখানে সাবেক সহকর্মীরা তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
গতকাল রোববার খুলনার ফারাজীপাড়ার নিজ বাসভবনে মারা যান প্রবীণ এই রাজনীতিবিদ।