আমি কিন্তু অত মানুষের ফাদার নই : শামীম ওসমান

দুটি সংবাদপত্রের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ওরা আমাকে গডফাদার বলে। আমি কোনো গডফাদার নই। আমার সন্তান আমাকে ফাদার বলে। আমি কিন্তু অত মানুষের ফাদার নই।’
গতকাল বুধবার বিকেলে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবগঠিত নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, গুটিকয়েক মিডিয়া আমার বিরুদ্ধে লেখে। সব মিডিয়া নয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্নেহময়ী উল্লেখ করে বলেন, ‘আমরা তাঁকে মায়ের মতো ভালোবাসি। তিনি আমার মা হন। আমি তাঁকে মায়ের মতো ভালোবাসি।’
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘স্বাধীনতার সাড়ে পাঁচ বছরের মাথায় বেইমান মীরজাফররা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বর্তমানে দেশ পরিচালনা করছেন। কিন্তু বেইমান মীরজাফররা বসে নেই। তারা শেখ হাসিনাকে হত্যার গভীর ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, শেখ হাসিনা আল্লাহকে ভালোবাসেন, দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার ওপর সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে তাঁর কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ।
নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, আওয়ামী লীগ নেতা সামছুল কবীর খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার প্রমুখ।