লঞ্চঘাটের পন্টুনে কার্গোর ধাক্কা, আহত ৩

সুনামগঞ্জ শহরের লঞ্চঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যাত্রী ওঠানামার পন্টুনে আঘাত করেছে মালবাহী একটি কার্গো। এতে পন্টুনের লোহার শেকল ছিঁড়ে তিনজন আহত হয়েছেন। এ সময় ঘাটে বেঁধে রাখা দুটি লঞ্চও ক্ষতিগ্রস্ত হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ছাতক থেকে ছেড়ে আসা এ মজিদ অ্যান্ড সন্সের মালিকানাধীন মালবাহী কার্গো এমভি মজিদ নিয়ন্ত্রণ হারিয়ে সুনামগঞ্জ লঞ্চঘাটের পন্টুনে আঘাত করে। সঙ্গে সঙ্গেই পন্টুনের লোহার শিকল ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় তিনজন আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। পন্টুনে বাঁধা লঞ্চগুলোকে অন্য পাড়ে সরিয়ে নেওয়া হয়েছে।
লঞ্চঘাটের ইজারাদার সাজিব মাহমুদ তালুকদার জানান, দুর্ঘটনার বিষয়টি বিআইডব্লিউটিএকে জানানো হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা নেবে।
এদিকে চার মাস ধরেই হুমকির মুখে আছে লঞ্চঘাটের কয়েক শ মিটার এলাকা। চার মাস আগে হঠাৎ করেই লঞ্চঘাটের লঞ্চের জেটির সামনের রাস্তা দেবে যায়। সেই সঙ্গে কয়েকটি দোকানঘরও মাটির নিচে চলে গেছে। ওই এলাকায় থাকা পুলিশ অফিসার্স ক্লাবের দেয়াল ধসে পড়েছে। বর্ষা আসার সঙ্গে সঙ্গেই নতুন করে আরো কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে আরো ৫০-৬০টি দোকানঘর, পুলিশ ফাঁড়ি এবং জেলা স্কাউট ভবনসহ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের কিছু অংশ।
স্থানীয় লোকজন জানান, বারবার পানি উন্নয়ন বোর্ড বা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। ফলে আতঙ্কে আছে ওই এলাকার মানুষ।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ কাজের কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, সুনামগঞ্জের প্রকৌশলীদের একটা প্রতিবেদন ঢাকায় বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাঁরা এসে দেখে সিদ্ধান্ত দেবেন।