সুনামগঞ্জে মানবপাচারকারী সন্দেহে আটক ১

সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জে মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে জেলার দোয়ারাবাজার উপজেলার বদরপুর গ্রামের ছায়াতুন নেছা সুনামগঞ্জ থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন, তাঁর ছেলে মোনাজ্জির হোসেন এবং একই গ্রামের এরশাদ আলীর ছেলে কয়েস আহমদকে সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে পাঁচ লাখ টাকা নিয়েছেন মুজিবুর রহমান। চার মাস আগে এই দুই যুবক মালয়েশিয়ার উদ্দেশে বাড়ি ছেড়ে যান। এখন বাড়ির লোকজন জানতে পেরেছেন, তিন মাস সাগরে থাকার পর তাঁরা এখন ইন্দোনেশিয়ার পুলিশের কাছে আটক আছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুজিবুর রহমানকে তাঁর বাড়ি থেকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুজিবুর রহমানকে আটক করেছি। এখন তাঁকে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তাঁর বিরুদ্ধে মামলা হবে।’