প্রথমবারের মতো আখাউড়া হয়ে আগরতলায় গেল বাস

কলকাতা-ঢাকা-আগরতলা পরীক্ষামূলক বাস সার্ভিসের প্রথম বাসটি আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের আগরতলা পৌঁছেছে। দুপুর ১টার দিকে বাস সার্ভিসের নেতৃত্বে থাকা প্রতিনিধিদল নিয়ে আগরতলায় পৌঁছে বাস দুটি।
এর আগে গতকাল সোমবার কলকাতা থেকে ঢাকায় আসে বাসটি। পরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বাসটি ঢাকা থেকে আগরতলার উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টায় আগরতলায় যায়।
এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লাল ও ভারতের পক্ষে আগরতলা সিটি করপোরেশনের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা বাসে থাকা প্রতিনিধিদলকে স্বাগত জানান।
পরীক্ষামূলক এ বাস সার্ভিসে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রউফ খানের নেতৃত্বে নয়জন সদস্য ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ পরিবহন অধিদপ্তরের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছে।
আগামীকাল বুধবার সকাল ৬টায় আগরতলা কৃষ্ণনগর বাস টার্মিনাল থেকে আবারও বাসটি বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। এ বাস সার্ভিসের ফলে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আগরতলা যেতে ৫১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে যেখানে ভারত নিজেদের ভূখণ্ড ব্যবহার করে আগরতলা থেকে কলকাতা যেতে অতিক্রম করতে হয় এক হাজার ৬৭৫ কিলোমিটার পথ।