শপথ নিলেন জেলা পরিষদের সদস্যরা

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন।
আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক হাজার ১৬৯ সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়। প্রথমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় জেলা পরিষদের সদস্যদের শপথ পাঠ করানো হয়। কিছুক্ষণ বিরতির পর রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশালের জেলা পরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান মন্ত্রী।
তবে আইনগত জটিলতার কারণে ২৪টি জেলার ৫১ সদস্যকে শপথ পাঠ করানো সম্ভব হয়নি। পরবর্তী সময়ে এসব সদস্যকে আইনি প্রক্রিয়া অনুযায়ী শপথবাক্য পাঠ করানো হবে।
গত বছরের ২৮ ডিসেম্বর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাঁদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হয়।