খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

পিসকিপার্স রান ও র্যালির মধ্য দিয়ে খুলনায় পালিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৫। আজ রোববার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় দিবসটি পালন করা হয়। পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। পরে নিহত শান্তিরক্ষীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে খুলনা সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। র্যালিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্য, সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিএনসিসি শিক্ষার্থীসহ প্রায় পাঁচশ মানুষ অংশ নেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৯ মে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর খুলনায় আজ দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের এক লাখ ৩৪ হাজার ৯৪৭ জন শান্তিরক্ষী সদস্য বিশ্বের ৪০টি দেশে এ পর্যন্ত ৫৪টি মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ১২৪ জন সদস্য জীবন দিয়েছেন।