সরকারি জায়গা থেকে উচ্ছেদ অভিযানে বাধা ছাত্রলীগ-যুবলীগের

খুলনায় সরকারি জায়গা থেকে নির্মাণাধীন থানা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। তাঁরা খুলনা- যশোর সড়ক অবরোধ করে রাখে। সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় নির্মাণাধীন কার্যালয় আজ শনিবার সকালে উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ করতে গেলে এই ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, খুলনা-যশোর সড়কের দৌলতপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে মাইকে দলীয় নেতা-কর্মীদের উচ্ছেদ কার্যক্রম প্রতিহত করার আহ্বান করা হয়। পরে ছাত্রলীগ নেতা -কর্মীরা সকাল ৯টা থেকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে।
এ সময় পুলিশের সঙ্গে কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিন কর্মী আহত হয় বলে দাবি করেছে স্থানীয় ছাত্রলীগ।
খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, উচ্চ আদালদের নির্দেশ রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, কিন্তু স্থানীয় জনগণ বাধা দিলে তাদের করার কিছু থাকে না।
এ বিষয়ে দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান।
খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখায় দূরপাল্লার বাস বাইপাস সড়ক দিয়ে চলাচল করছে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ কথা বলতে রাজি হননি।